॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার চার ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন ঘিরে আয়োজিত সভায় উপজেলা শাখার সভাপতি শাহানাজ আক্তার মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাসিংমং মারমা, মহিলা আ’লীগের সভাপতি হাসনা বানু, ঘাগড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মোঃ সিরাজ উদ্দিন কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমাম উদ্দিন।
আলোচনা সভা শেষে কাউখালী উপজেলার চার ইউনিয়ন যুব মহিলা লীগের ৩ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষণাকৃত কমিটির মধ্যে ১নং বেতবুনিয়া ইউনিয়নের সভাপতি আঞ্জুমান আরা, সাধারণ সম্পাদক আকাইমা মারমা। ২নং ফটিকছড়ি ইউনিয়নের সভাপতি পাইনুচিং মারমা, সাধারণ সম্পাদক ওয়েনু প্রু মারমা। ৩নং ঘাগড়া ইউনিয়নের সভাপতি নাছিমা ইসলাম, সাধারণ সম্পাদক রশ্মি চাকমা। ৪নং কলমপতি ইউনিয়নের সভাপতি রেনুবালা মারমা, সাধারণ সম্পাদক কুলছুমা বেগম।