কাউখালীতে শান্তি চুক্তির বর্ষপূর্তি ঘিরে আওয়ামী লীগের রালী ও আলোচনা সভা

99

॥ কাউখালী প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কাউখালী উপজেলা শাখার আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পুর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে এক রালী ও আলোচনা সভা উপজেলা সদর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্নাঢ্য রালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে রালীত্তোর এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক রঞ্জন মুনি চাকমা প্রকাশ গরম আলী, ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমাম উদ্দিন, সাবেক ছাত্র লীগ নেতা অভিমং চৌধুরী প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুবলীগ নেতা আলী দেওয়ান, ছাত্র লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম অভি, আওয়ামী লীগ নেতা মোঃ হেলাল উদ্দিন (সাবেক মেম্বার), মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম সহ উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী গন।