কাউখালীতে শেখ রাসেল দিবসে আলোচনা সভা

104

॥ কাউখালী প্রতিনিধি ॥

“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক দুর্জয়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস -২০২৩ “” উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এক রালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাঙামাটি রেবিন্যিু ডেপুটি কালেক্টর ( আরডিসি) এটিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস -চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা কৃষি অফিসার রাশেল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ প্রিমা মহাজন, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তাোষ কান্তি দে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সাংবাদিক মোঃ ওমর ফারুক, উপজেলা জণ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতি নিধি ঝিনি চাকমা, মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদেরী, মাষ্টার মিলন কান্তি দে, মামুন হাছান, মোঃ জামাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতি নিধি ও সুশীল সমাজের প্রতি নিধি গন এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

পরে আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা সদরস্থ জয় সেট সেন্টারের উদ্ভোধন করা হয়। অন্যদিকে কাউখালী সদরস্থ কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালন করা হয় বলে জানা যায়।