কাউখালীতে সেনা উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা

88

॥ মোঃ ওমর ফারুক ॥

কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান ফ্রি ৗষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে বুধবার (২৯ মে) সকাল নয়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই চিকাৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কলমপতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট ডলু এলাকায় ৩৫২ জন পাহাড়ী বাঙ্গালী অধিবাসী এই সুবিধা গ্রহণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী সামাজিক ও আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১১ ইষ্ট বেঙ্গল রাঙ্গামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক, উন্নয়ন ও জনকল্যাণমূলক বাস্তবায়ন করছে।

কাউখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রাঙামাটি সিএম এইচ এর মেডিকেল অফিসার মেজর গোলাম সরোয়ার শুভ (এমওআইসি)। এতে ১৩১ জন দুঃস্থ পাহাড়ী ও ২২০ জন বাঙ্গালী পরিবার বিনা মূল্যে চিকিৎসা ওষধ সহায়তা পান।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। বাংলাদেশ সেনাবাহিনী সদর জোন ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।