॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালীতে বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী কাউখালী উপজেলা শাখার এক পরিচিতি সভা গতকাল মংগলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী কাউখালী উপজেলা শাখার নব- নির্বাচিত সভাপতি মোঃ মামুন। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, উপজউপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, ঘাগরা ইউপি মেম্বার মোঃ মুনির উদ্দিন, ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান সহ কর্মচারী সমিতির সকল সদস্য, সদস্য বৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তি গন। অনুষ্ঠান শুরুর পুর্বে আমন্ত্রিত অতিথি গন কে সমিতির সকল সদস্য বৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য যে, বাংলাদেশ ৪ র্থ শ্রেনী সরকারি কর্মচারি সমিতি কাউখালী উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।