॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ খ্রি. গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সমবায় কার্য্যালয়ের ব্যবস্থপনায় বর্ণাঢ্য এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। পরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, উপজেলা কৃষি অফিসার মো. গাজিউল হক,বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন,মুক্তযোদ্ধা মো. বাহার মিয়া, কলমপতি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ঈমাম উদ্দিন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. জহির উদ্দিন। অনুষ্টান সন্চালনায় ছিলেন মো. দেলোওয়ার হোসেন শামিম।
এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কলমপতি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সহ-সভাপতি মো. বশির মিয়া (লিডার), সাবেক সম্পাদক মো. আব্দুস ছাত্তার ভুইয়া,যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন,মো. মাতলুবের রহমান, মো. আব্দুল রশিদ,মো. আব্বাস উদ্দিন,মোসাম্মত ফরিদা পারভিন সহ উপজেলার সকল সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্য/সদস্যাবৃন্দ।
আলোচনাত্তর ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতকা উত্তোলন করা হয়। পরে অনুষ্টানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মধ্যে প্রধান াতিথি কর্তৃক সর্ম্মননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।