কাউখালীর ইউএনও এবং ওসির বিদায় বরণ অনুষ্ঠিত

141

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নিবাহী অফিসার ও অফিসার ইনচার্জ (ওসি) দ্বয়ের বিদায় বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, নবাগত উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া এবং বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) এসএমশহিদুল ইসলাম ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, উপজলা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতি নিধি কেএম জাকেরুল আলম, মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক সহ আরো অনেকে।

পরে আলোচনা সভা শেষে বিদায়ী ও নবাগত উপজেলা নিবাহী অফিসার এবং অফিসার ইনচার্জ (ওসি) দের কে বিভিন্ন বিভাগের পক্ষ হতে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।