॥ কাউখালী প্রতিনিধি ॥
সেনাবাহিনী অভিযান চালিয়ে কাউখালী উপজেলার কচুখালী স’মিল হতে অবৈধ অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪এপ্রিল) রাতে কাঠ উদ্ধারের পর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
খাসখাালী রেঞ্জ সুত্রে জানা যায়, উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের উপজেলা সদরস্থ কচুখালী থুইমং মারমার (সাবেক চেয়ারম্যান) অবৈধ স মিলে একটি গ্রুফ দির্ঘদিন যাবত অবৈধভাবে সেগুন/ গামারী সহ বিভিন্ন কাঠ পাচারের উদ্দশ্যে রেখে পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা রাত ১২ টার পর অভিযান চালিয়ে ১৭২ ঘনফুট অবৈধ সেগুন/ গামারী কাঠ উদ্ধার করে খাসখালী রেঞ্জ কর্মকর্তার নিকটে হস্তান্তর করে। যার বর্তমান বাজার মুল্য প্রায় এক লক্ষ টাকার উপরে বলে জানা যায়। খাসখালী রেন্জ কর্মকর্তা আব্দুল গফুর খান চৌধুরী বাদি হয়ে কাউখালী থানায় একটি ইউডিআর মামলা রুজু করেন।