॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
কাউখালীতে মহা সংঙ্ঘদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উক্ত বিহারে গাড়ি দানের পরিবর্তে বড় বুদ্ধ মুর্তি দান, মহা-সঙ্ঘদান সহ নানাবিধ দানের মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুণ্যানুষ্ঠান উদযাপন কমিটি ও ধর্মপ্রাণ পুণ্যার্থীবৃন্দের আয়োজনে কাউখালীর মিতিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুঠিরে চম্পকনগর থেকে গঙ্গা প্রসাদ চাকমা ও লিলি চাকমা, বনরূপা হতে বসু চাকমা, রৈস্যাবিলি হতে ফুল কুমার তনচংগ্যা ও সাধন তঞ্চঙ্গ্যা, রামহরি পাড়া থেকে মিরণ খীসা ও তাদের পরিবার বর্গের সৌজন্যে মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুণ্যানুষ্ঠানে দেশনা করেন খাগড়াছড়ির আলুটিলা বন বিহারে অধ্যক্ষ সত্যমতি ভিক্ষু, রাজস্থলী সদর্ম ত্রিরতœ বৌদ্ধ বিহারের দীপালোক ভিক্ষু, রাঙামাটি রাজবন বিহারের মহিন্দ ভিক্ষু, খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারের শুভবর্দ্ধন ভিক্ষু, টাইনখালী বৌদ্ধ বিহারের কম্পিউটার ভিক্ষু, নাইক্যছড়া বৌদ্ধ বিহারের ক্ষেমাচারা ভিক্ষু, মিটিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুঠিরের বিহার অধ্যক্ষ অর্থদর্শী ভিক্ষু, রাঙামাটি সদরের সংঘারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার ভিক্ষু। অনুষ্ঠানে দেড় হাজারের অধিক দায়ক-দায়িকা ও উপসক-উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন।