কাউখালীর বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি নেতারা

119

॥ স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঘাগড়া বাজার পূজা মন্ডপ ও কাউখালী বাজার গীতা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে উপজেলা বিএনপি নেতারা।
রোববার রাতে কাউখালী উপজেলা বিএনপির নেতারা প্রথমে ঘাগড়া বাজারের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা তুলে দেন। এরপর বিএনপি নেতারা কাউখালী বাজার গীতা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর তারা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, যুবদলের সাবেক সদস্য সচিব মিন্টু কান্তি দেসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।