কাউখালীর মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত

158

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার গেলো মাসের আইন শৃঙ্খলা ও মাসিক সমম্বয় সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।

এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ পারভেজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক,বেতবুনিয়া বিদ্যুৎ বিভাগের প্রতি নিধি লাহড়ি খান, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আমির খসরু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ঝিনি চাকমা সহ উপজেলা পরশাসনের সকল কর্মকর্তা স্থানীয় সুশীল সমাজের প্রতি নিধি বৃন্দ।

আইন শৃঙ্খলা সভায় অফিসার জানান গত সেপ্টেম্বর /২০২২ ইং মাসে থানায় মোট ৮টি মামলা রুজু করা হয়। সভায় অন্যান্যরা জানান যে গত মাসের আইন শৃঙ্খলা মোটামুটিভাবে ভালো। আলোচনা সভা শেষে কাউখালী উপজেলা পরিষদের মাসিক সমম্বয় সভা ( অক্টোবর /২০২২ ইং) অনুষ্ঠিত হয়।