কাউখালী ইউপি নির্বাচনী কর্মকর্তাদের দিনব্যাপি কর্মশালা

329

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন ঘিরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মিলনাযতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ নভেম্মর এ উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার চারটি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্র্রের প্রিজাইডিং অফিসার ৩২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১০২জন, পোলিং অফিসার ২০৪জন কর্মশালায় অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মানস মুকুল চাকমা, কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানির্ং অফিসার ঘাগড়া, কলমপতি,বেতবুনিয়অ ইউপি অজয় চক্রবর্তী। বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার,লংগদু উপজেলা নির্বাচন অফিসার মো. জমির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যা পিপিএম।

পরে প্রশিক্ষণ কর্মশালা শেষে ভোট গ্রহন কর্মকর্তাদের সর্ম্মানী ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য যে, আগামী কাউখালী উপজেলায় এবার ২টি ইউপি বেতবুনিয়া ও কলমপতিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ২জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিব্দন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এই দুই ইউপিসহ মোট চার ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন র্কার্যালয় সুত্র জানান।