কাউখালী ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ২৮নভেম্বর

346

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ইউপি নির্বাচন সরকার ঘোষিত ৩য় ধাপে এবং ভোট গ্রহণ হবে আগামী মাসের ২৮ নভেম্বর/২০২১ খ্রি, বলে জানা যায়। উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়,সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাঙামাটি কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এ্র বিধি ১০ অনুযাযী রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া, কলমপতি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারন আসনের সদস্য পদে নির্বাচনের জন্য সময়সুচি ধার্য্য করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ০২ নভেম্বর/২১খ্রি,(মঙলবার), উপজেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, আগামী ০৪নভেম্বর/২১খ্রি, (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ,১১নভেম্বর/২১ খ্রি.(প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ,২৮ নভেম্বর/২১খ্রি.(রবিবার) ভোট গ্রহনের তারিখ বলে জানা যায়।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে আরো জানা যায়, কাউখালী উপজেলার ইউনিয়ন সংখ্যা মোট ০৪টি, মোট ওয়ার্ড সংখ্যা ৩৬টি,মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১২টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৮টি, মোট কক্ষের সংখ্যা ১২৭টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা নাই, মোট ভোটার সংখ্যা ৪৬৩৯০জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৩৭৮৯জন, মহিলা ভোটার সংখ্যা ২২৬০১জন বলে সংশ্লিষ্ট সুত্র জানান।