॥ কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় পাঠ্য পুস্তক দিবস’২৩ রোববার উপজেলার সকল প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পালন করা হয়। পাঠ্য পুস্তক দিবস’২৩ উপলক্ষে সরকার ঘোষিত উপজেলার সকল প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলা সদরের কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুন নাহারসহ বিদয়্যালয় সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি ঘিরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা ও অংপুরু মারমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, সাংবাদিক মোঃ ওমর ফারুক।
পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
উল্লেখ্য, কাউখালী উপজেলার চার ইউনিয়নের ৬৩টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কেজি স্কুল, ৫টি বে-সরকারি বিদ্যালয় এবং ১৪টি জুনিয়র/ হাই স্কুল এবং ৩ টি মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।