॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রোববার সকালে তাদের নিজস্ব কার্য্যালয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৫ নভেম্বর /২৩ – ৩০ নভেম্বর /২৩) ঘিরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার দ্বিতীয়ময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, সাংবাদিক মোঃ ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার সূচনা সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাইচাচানু মারমা।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী মাওচিং মারমা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রগতি চাকমা, জবা চাকমা,গৌরিনা চাকমা,নাজনীন ইসলাম, মনোয়ারা আক্তার সহ বিভিন্ন দপ্তরের প্রতি নিধি ও সুশীল সমাজের সম্মানিত নেতৃবৃন্দ।