কাউখালী পোয়াপাড়া ত্রিরত্নাংকুর বনবিহারে কঠিন চীবর দানানুষ্ঠান

179

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার পোয়াপাড়ায় অবস্থিত ত্রিরতœাংকুর বৌদ্ধ বন বিহারে শুক্রবার বিকেলে ২ দিন ব্যাপি বৌদ্ধদের ঐতিহ্য বাহি ১০ম কঠিন চীবর দান অনুষ্ঠান উদ্ভোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিরতœাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পুষ্য মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজউপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজই মারমা,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিরতœাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি স্মৃতি কুসুম চাকমা, সাধারণ সম্পাদক আলো চাকমা,কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংমং মারমা, কলমপতি ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন শামীম, মাষ্টার আশুতোষ চাকমা সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বৌদ্ধ ধর্মের শতশত পুন্যার্থী বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্লোটো চাকমা।

পরে আলোচনা সভা শেষে ধর্মীয় দেশনা প্রদান শুরু করা হয়। প্রধান আলোচক ছিলেন রাংগামাটি কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্র অধ্যক্ষ শ্রীমত ইন্দ্র গুপ্ত মহাথেরো। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই ভাবনা কেন্দ্রের শ্রীমৎ আনন্দ মিত্র মহাথেরো, রাংগামাটি রাজবন বিহারের শ্রীমৎ সুমন মহাথেরো, নানিয়ারচর বেনুবন অরণ্য কুঠিরের শ্রীমৎ কন্ঠক মহাথেরো।

ধর্মীয় দেশনা প্রদান শেষে ত্রিরতœাংকুর বন বিহার মাঠে ১০ম দানোত্তম কঠিন চীবরের বেইন বুনুন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। ২য় দিন ( শনিবার) ত্রিরতœাংকুর বন বিহারে চীবরদান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। এসময় কঠিন চীবর দান অনুষ্ঠানে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে পুলিশ ও আনসার ভিডিপির সদস্য বৃন্দ এবং বন বিহারের নিজস্ব ভলান্টিয়ারগণ।