কাউখালী বিএনপি’র শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

277

awami lieug

কাউখালী প্রতিনিধি- ১৯ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : কাউখালী উপজেলায় বি এন পি ও এর অংগ সংগঠনের নারী কর্মীসহ প্রায় দেড় শতাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার কাউখালী উপজেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দিপংকর তালুকদারের হাতে ফুল দিয়ে তার এই সংগঠনের যোগদান করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি অংসুই প্রু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আ’লীগের সদস্য অভিলাস তনচঙা, আ’লীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি ক্যাজাই মারমা, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন। বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বি এন পি হতে যোগদানকৃত উপজেলা বি এন পির সাবেক সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দিন। আ’লীগ নেতা রন্জন মনি চাকমা(গরম আলী)। আ’লীগ নেতা মোঃ দেলোয়ার লিডার। আ’লীগ নেতা পিসি রবি উল্লাহ। মোঃ আবু তাহের শাহজান।  যুবলীগ নেতা নাজিম উদ্দিন। যুবলীগ নেতা মোঃ মাইন উদ্দিন। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন কনিষ্ঠ বড়–য়া। আলোচনা শুরুর পুর্বে প্রধান অতিথিআওয়ামীলীগে যোগদানকৃত সকল নেতাকর্মীকে ফুল দিয়ে বরন করে নেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান