কাউখালী বেতবুনিয়ায় জীপের ধাক্কায় ছাত্রী নিহত

118

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পিএসটিএসের সামনে সোমবার বিকোল চারটার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক স্কুল ছাত্রী জীপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গতকাল সোমবার বিকাল চারটার সময় সুগার মিল আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ ইসমাঈল হোসেন ( কাতার প্রবাসী) কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাধিয়া আক্তার বিথী(৭) বেতবুনিয়া পিএসটিএসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনারটেক হতে সুগার মিলের দিকে খালী জীপ( চান্দের গাড়ি) দ্রুত গতিতে যাওয়ার সময় তাঁকে সজোরে ধাক্কা দিলে সে রাংগামাটি চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে পরে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত গুইয়াতল ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক জানান সে ঘটনাস্থলে মারা গেছে।

পরে লোকজন জীপগাড়ি টি সুগারমিল এলাকা হতে চালক সহ আটক করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে সৌপর্দ করেন। খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ফাড়িতে নিয়ে যায় এবং পরদিন মংগলবার পোস্ট মরটেম করার জন্য রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করবেন বলে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ( আইসি) পুলিশ পরিদর্শক বিকাস সরকার জানান । এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউখালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানা যায়।