মোঃ ওমর ফারুক
কাউখালী উপজেলা সদরস্থ মদিনাতুল উলুম আল-ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা মঙলবার রাত্রে মাঠে অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড(বেফাক) এর সহকারি পরিচালক পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। ঢাকা বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদের তাফসীরকারক হযরত মাওলানা মুফতি ইয়াছিন আহমাদ ফারুকী, চট্টগ্রাম নাজির হাট বড় মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (আলমগীর)। এ সময় বার্ষিক সভায় অন্যানের মধ্যে ওয়ায়েজ করেন মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্টাতা মুহতামিম মাওলানা মোহাম্মদ আমিনুর রসুল খান, কাউখালী সদর জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক,মাওলানা মোঃ আব্দুর রহিম, এবং মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মোহাম্মদ ছানাঁ উল্লাহ খান সহ আরো ওলামায়ে কেরাম গণ। ওয়ায়েজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। বার্ষিক সভায় উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববতীর্ উপজেলার বিভিন্ন এলাকা হতে শত শত ধর্মপ্রাণ মুসলমান গন উপস্থিত ছিলেন।