কাউখালী শহীদ মিনার চত্বর পরিচ্ছন্নতায় অপরাজিতা

482

কাউখালী উপজেলা সদরের শহীদ মিনার চত্বর ও এর চারপাশে পরিচ্ছন্ন করেছে স্বেচ্চাসেবি সংগঠন জীবন এর অপরাজিতা চ্যাপ্টারের সদস্যরা জীবন। সোমবার তারা স্বেচ্চা শ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

অপরাজিতার সদস্যরা জানায় কাউখালীর নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদারের অনুরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ কাজে অংশ গ্রহণ করি। জীবন এর কর্মকর্তা সাজিদ বিন জাহিদ জানান, ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারগুলো বিশেষ দিন বা ২ শে ফেব্রুয়ারি ছাড়া অযত্নে অবহেলায় গুরুত্বহীন পড়ে থাকে। যা জাতি হিসেবে আমাদের দৈন্যিতা প্রমাণ করে।

কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর অনেকদিনের ধুলোবালি জমে অপরিচ্ছন্ন ও চারিপাশে আগাছা জন্মে অনেকটা পরিত্যক্ত স্থাপনার মত দেখাচ্ছিল। তাই নির্বাহী কর্মকর্তা ম্যাডামের অনুরোধে আমরা এই অভিযান পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছি। সংবাদ বিজ্ঞপ্তি