কাউখালী সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

450

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা সদরস্থ তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার আয়োজনে বার্ষিক সভা ও হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) এর ফাতেহা উপলক্ষে এক আজিমুশশান সুন্নি সম্মেলন শনিবার রাত্রে মাদরাসা প্রাংগণে অনুষ্টিত হয়।

বার্ষিক সভা উপলক্ষে এক আলোচনা সভা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব হাজী আবু ছৈয়দ, কাউখালী বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, আওয়ামীলীগ ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মনির উদ্দিন কন্ট্রাক্টর, বিশিষ্ট ব্যাবসায়ী হাজি লোকমান হোসেন, মাওলানা রিদোয়ানুল হক, মাদরাসা পরিচলনা কমিটির, সদস্য মোঃ মুনির হোসেন,যুবলীগ নেতা মোঃ সোহেল, সেকান্দর চৌধুরী,ইলিয়াছ চৌধুরী,মোঃ রফিক মেম্বার সহ আরো অনেকে। উদ্ভোধক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ওমর ফারুক তালুকদার।

আলোচনা সভা শেষে ওয়ায়েজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ায়েজ মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক হযরত আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আল কাদেরী। বিশেষ ওয়ায়েজিন ছিলেন পোয়া পাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা সাঈদুল হক নঈমী, তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরী,মাওলানা আব্দুল মান্নান,মাওলানা মোঃ নঈমুদ্দিন.মাওলানা মোঃ আব্দুল রশিদ, মাওলানা মোঃ হাছান মাসুদ। ওয়াজে মাহফিলে কাউখালী উপজেলার ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহন করেন। ওয়ায়েজ মাহফিল শেষে দেশ ও জাতির মঙল কামনায় দোয়া করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাউখালী উপজেলা শাখা।