॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর তার নির্বাচনী প্রতীক ‘ডালিম’ এর প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি ৬নং ওয়ার্ডের এই কাউন্সিলর প্রার্থী রাঙ্গাপানি, মনোঘর, যুব উন্নয়ন এলাকা ও ব্রাহ্মণ টিলায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালান। এতে উপস্তিত ছিলেন- নূরুল আবসার, ইসমাঈল হোসেন অপু, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, মো. আশিক, মো. হান্নান, আমিনুল হক চুংকু, মো. রাসেল হৃদয়, মো. সাজ্জাদ, জাকিউল হোসেন, মো, রাফি সহ অর্ধ-শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে এলাকার অসহায় পথশিশুদের পড়ালেখার ব্যবস্থা করবো। এরপাশাপাশি বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখব।