কাউন্সিলর প্রার্থী আলমের তুমুল প্রচারণা

419

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙাামটি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নূরুল আলম তার নির্বাচনী প্রতীক ‘গাজর’ এর তুমুল প্রচারণা চালাচ্ছেন। মঙ্গলবার বিকেলে এই কাউন্সিলর প্রার্থী তালুকদার পাড়া, সিও অফিস কলেজ গেইডে প্রধান সড়কে সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

এতে খালেক সওদাগর, আইয়ুব আলী খান, ইউছুফ তালুকদার, মুছা তালুকদার, মকবুল আহমেদ, দেলোয়ার সওদাগর, এম এ হোসেন বাবুল, আকতার হোসেন, জসীম উদ্দীন, শফিকুল উসলাম, শফি বৌদ্দ সহ শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।