কাউন্সিলর প্রার্থী চন্দ্রজিৎ দেওয়ানের তুমুল প্রচারণা

396

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চন্দ্রজিৎ দেওয়ান (আনন) তার নির্বাচনী প্রতীক উটপাখির সমর্থনে তুমুল প্রচারণা চালাচ্ছেন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাউন্সিলর প্রার্থী বিহারপুর, নারিকেল বাগান ও উত্তর বিহারপুরে শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে তুমুল প্রচার-প্রচারণা চালিয়েছেন।

এসময় কাউন্সিলর চন্দ্রজিৎ দেওয়ানের সাথে উপস্থিত ছিলেন সুনিলময় তালুকদার, রঞ্জিত দেওয়ান, গৌতম দেওয়ান, সুনিলময় চাকমা (চুংকু) সহ কর্মী-সমর্থক।