কাউন্সিলর প্রার্থী বেলালের তুমুল প্রচারণা

395

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বেলাল হোসেন তার নির্বাচনী প্রতীক “উট পাখির” সমর্থনে তুমুল প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সোমবার সন্ধ্যায় মিয়াজি পাহাড়ে এলাকায় স্থানীয় মুরব্বি ও শতাধিক নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক করেন।

এতে মফিজুর রহমানের সঞ্চালনায় ও মোঃ মুজিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আরিফ, হাজ্বী আবুল কাশেম বাবুল, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, রাঙামাটি শ্রমিক ফেডারেশন সদস্য মোঃ নাজিম ও কাউন্সিলর প্রার্থী মো. বেলাল হোসেন।

এসময় বেলাল বলেন- আমি আপনাদের এলাকার ছেলে, তাই আমি নির্বাচিত হলে এলাকার যেসকল উন্নয়ন বাকি আছে তা সম্পন্ন করবো এবং অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সকল ভাতা প্রদান করবো। সুখে-দুঃখে আগেও যেভাবে আপনাদের পাশে ছিলাম আগামীতেও সব দুঃখ-কষ্ট আপনাদের সাথে ভাগাভাগি করবো।