কাজু বাদাম ও কফি উন্নয়নে নানিয়ারচর কৃষি বিভাগের প্রশিক্ষণ

421

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলা কৃষি বিভাগ কৃষক কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে।

বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এর সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা তপন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ টিপু সুলতান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শতদল চাকমা প্রমূখ। এসময় উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের ৬০জন কৃষকের মাঝে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে কৃষি বিভাগ।