কাপ্তাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

111

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩৩ তম আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সমাজেবা কার্যালয়ের আয়োজনে আইডিএফ কাপ্তাইয়ের সহযোগিতায় কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.নাছির উদ্দিন। বক্তব্য রাখেন ওয়াগ্গা আইডিএফ প্রবীন ইউনিয়ন কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, আইডিএফ ওয়াগ্গা সমৃদ্ধি কর্মসূচীর সভাপতি ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সমন্বয়কারী নুরুল আলম, ওয়াগ্গা ইউনিয়ন প্রবীন ব্যক্তি লক্ষ্মী কুমার তনচংগ্যা।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, ওয়াগ্গা ইউনিয়ন ও প্রবীন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।