কাপ্তাইয়ে আরো দুই ইউপিতে ১৯৬১জন পেল টিসিবির পণ্য

143

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই ও চন্দ্রঘোনা ২টি ইউপিতে পেল আরো ১৯৬১জন টিসিবির পণ্য। রবিবার ( ২৮ অক্টোবর) সকাল হতে পণ্য দেয়ার সংবাদ শুলে শত,শত কার্ডধারী ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন কলাবাগান সিবিএ অফিস চত্বর ও কাপ্তাই ৪নং ইউপি কার্যালয় দুপুর ২টা পযন্ত লোকজন অপেক্ষা করে পণ্য নেয়। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান । এসময় ইউপি সদস্য জুয়েল চাকমা, কাপ্তাই প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তার, ডিলার কাঞ্চন চৌধুরীসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তৈল,ডাল ও চাল তিনটি পণ্য ৪৭০টাকা করে ন্যায্য মূল্য বিক্রয় করা হয়।