॥ রাজস্থলী প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বিনামূল্যে সুপারসুইট জাতের চারা বিতরণ করা হয়েছে। রবিবার(৯জুলাই২৩) সকাল ১১টায় কিন্নরী সভা কক্ষে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের চারা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।
এসময় কৃষি ব্লক সুপার ভাইজার ও কৃষকরা বক্তব্য রাখেন।পরে উপজেলার ৫জন আনারস চাষী কৃষকের মাঝে সুপারসুইট এমডি-২ জাতের ১১হাজার ২৫০টি চারা বিতরণ করা হয়।