॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে টেউটিন চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে রবিবার (৩০ জুন) দুপুর ১ টায় কাপ্তাই উপজেলা সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ব্যান্ড ঢেউটন ও ৬হাজার টাকার চেক বিতরণ করে।
এসময় উপজেলা পিআইও রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।