॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র শিলছড়ি অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীরর্ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
সঞ্চালনা করে কাপ্তাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন মামুন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথাইমং মারমা, উপজেলা ছাত্রদল আহবায়ক সেকান্দর আলী রাসেল,উপজেলা যুবদল আহবায়ক জাহেদুল ইসলাম,সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকসহ প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় বক্তরা বলেন,নির্দলীয় তত্বাবধায়কের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এসময় ৫ ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগিত সংগঠনের সকল নেতা,কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।