॥ স্টাফ রিপোর্টার ॥
মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপি’র তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ভিসিএফসহ রাঙামাটিতে চলমান প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সফররত মার্কিন রাষ্ট্রদূত রোববার (৫ মার্চ) কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বনফুল রেস্ট হাউজে পৌঁছুলে পার্বত্যাঞ্চলের বন সংরক্ষক মো.মিজানুর রহমান তাকে অভ্যর্থনা জানান।
এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মো.শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দেসহ মার্কিন রাষ্ট্রদূতের সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
কাপ্তাই থেকে স্পীডবোট যোগে এবং তারপর পায়ে হেটে রাষ্ট্রদূত ভিসিএফ পরিদর্শন করেন। এ সময় চলমান প্রকল্প কার্যক্রমের বিষয়ে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। পরে বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন। পরে তিনি সড়কপথে রাঙামাটি শহরে আসেন।