॥ কাপ্তাই প্রতিনিধি ॥
জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাসহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেন।
তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার ৫নং ওয়া¹া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম, ওয়া¹া মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভোলানাথ তনচংগ্যা, ওয়া¹া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য অমল কান্তি দে, ইউপি সদস্য মোঃ সরোয়ার, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ, শিলছড়ি বাজার মসজিদের ইমাম মাওলানা আরিফুল ইসলাম, আগুনিয়াছড়ার কার্বারী শান্তিপদ তনচংগ্যা, ওয়া¹া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ।