কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় চোলাই মদসহ আটক ১

352

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ জোহর সরদারকে (৪১) আটক করেছে পুলিশ। মদ বিক্রি করার প্রস্তুতিকালে মিশন এলাকা থেকে আটক হয় সে।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, শনিবার (১৪ই নভেম্বর) রাতে কাপ্তাই থানা এস.আই মো. ফারুক আহম্মেদের নেতৃত্বে চন্দ্রঘোনার মিশন এলাকায় অভিযান চালিয়ে মদ বিক্রির প্রস্তুতিকালে জোহর সরদারকে আটক করা হয়েছে।

সে মিশন এলাকার খ্যাং পাড়ার মৃত অধির সরদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।