কাপ্তাইয়ের চিৎমরম বাজরে ভ্রাম্যমান আদালতের অভিযান

350

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন বাজরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি তিনি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘুরাফেরা থেকে বিরত পরামর্শ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ও ৫২ ধারায় ২টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় সহ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এসময়ে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি ও চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ।