|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের দূর্গম অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। রোববার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর দূর্গম কন্তাকাটায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট দেখে দোকানে আড্ডারত অবস্থায় জনতা পালিয়ে যান এবং একটি ফার্নিচারের দোকান খোলা রেখে দোকানি পালিয়ে যান। পরে কন্তাকাটা এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া দোকান পরিচালনা করার অপরাধে ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫২ ধারায় ১ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয় এবং এইসব পণ্য ধ্বংস করা হয়।
পরে মোবাইল কোর্ট উপজেলা সদর বড়ইছড়িতে সংক্রামণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১জনকে ১’শ টাকা জরিমানা আদায় করেন। এসময় চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্য এবং ইউএনও অফিস এর অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।