কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ব্যাঙছড়ির দুর্গম পাহাড়ী এলাকা থেকে বন মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে সোমবার দিবাগত রাত ৩টায় আটক করা হয়েছে। আসামীর নাম উমংসিং মার্মা (২৫)। সে কাপ্তাইয়ের ব্যাঙছড়ির বাসিন্দা গঞ্জ মার্মার ছেলে।
কাপ্তাই থানাসূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই আশরাফ উদ্দিন, এএসআই মামুনুর রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাপ্তাইয়ের ব্যাঙছড়ি পুরান পাড়ার দুর্গম পাহাড়ী এলাকা হতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামী উমংসিং মার্মা (২৫) কে সোমবার দিবাগত রাত ৩টায় গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, বন মামলার সাজাপ্রাপ্ত আটক আসামী উমংসিং মার্মাকে মঙ্গলবান বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, কাপ্তাই থানা পুলিশের অভিযানে গত ৩ জুলাই রবিবার কাপ্তাইয়ের শিলছড়ি থেকে আরো দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়।