কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

360
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট রাঙামাটির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কাপ্তাই ইউনিয়নের দুর্গম ব্যাঙছড়ি মারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এছাড়া শিক্ষকদের জন্য ছাতা, নোটবুক, আর শিক্ষার্থীদের জন্য চাকমা ও মারমা ভাষায় অনুদিত প্রাক-প্রাথমিক বই বিতরণ করা হয়। সোমবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে প্রজেক্ট কো-অর্ডিনেটর সাগরময় চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত এনজিওর উপ-পরিচালক কক্সী চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চথুই মং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, কাপ্তাই দুর্গম ব্যাঙছড়ি মারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছোট্ট সোনামনিদের নির্মল হাসিই জানান দেয়, এই উপহার গুলো পেয়ে কতটা খুশী তারা। তিনি সুন্দর আয়োজনের জন্য আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কে ধন্যবাদ জানান।