॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি পুরাতন মারমা পাড়ায় মঙ্গলবার (০১ জুন) ইউএনডিপি কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোস্তাক আহম্মদ, ইউপি সদস্য সজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।