প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকের চাই নৈতিক শিক্ষা। প্রয়োজন রাষ্ট্র ও সমাজের উপকারে এগিয়ে আসা। এগিয়ে আসার পদ্ধতি হতে পারে ব্যক্তিগত অথবা দলগতভাবে। কাপ্তাইয়ের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীকে নৈতিক শিক্ষা অর্জনে সহায়তার জন্য এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
মঙ্গলবার সকালে কাপ্তাইয়ের একমাত্র মাধ্যমিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ‘শহীদ সামশুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের তার কার্যক্রমে অর্ন্তভুক্ত করেন। গাছ লাগানোর দ্বারা পরিবেশ বাঁচানো সম্ভব, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, বন্য প্রাণীকে রক্ষা, বাল্য বিবাহকে না বলা, যৌতুককে না বলা ও মাদককে না বলার অঙ্গিকার নিয়ে দশম, নবম ও অষ্টম শ্রেণীর প্রায় ১৮৬ জন ছাত্রীর হাতে লাল- সবুজ লিফলেট তুলে দেন এবং কাজে রুপান্তর করতে শিক্ষার্থীদের উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ সামশুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, সিনিয়র শিক্ষক দিপ্তি রানি দাশ প্রমূখ।