কাপ্তাইয়ের ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ

226

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের সহায়তায় কাপ্তাই উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে তাঁর দপ্তরে মাধ্যমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকের নিকট এই উপকরণ বিতরণ করেন।

এসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ সহ ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।