॥ নূর হোসেন মামুন ॥
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার বলেছেন, সন্ধ্যার পর আইপিএলের নামে জুয়ার আসর ও ছিচকে চোর, মাদক নির্মূলে এখন থেকে কঠোর হবে পুলিশ। প্রতিদিন বিকেল ৪টা হতে ফজরের আযান পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়ানো হবে পুলিশের টহল। প্রতিটি অপরাধের বেলায় মামলাযোগ্য হলে মামলা নিতে আমরা এক মূহুর্ত বিলম্ব করবোনা।
কাপ্তাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৬ই অক্টোবর) দুপুরে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি আতাউল হক চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন আ.লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি জয়নাল আবেদীন। এসময় কাপ্তাইয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে সম্প্রতি বেড়েছে মাদকের বিস্তার, জুয়া, চুরি, ছিনতাই সহ নানান অপরাধ। এমন কর্মকান্ডে জড়িয়ে বিপথে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া কিশোররা। গ্রুপ করে এমন অপরাধে জড়ানোর চিত্র আগের যে কোন সময়ের চেয়ে বেড়েছে ব্যাপক হারে। ফলে অতঙ্কে এলাকাবাসী।