॥ মো:-রাকিবুর রহমান ॥
রাঙামাটির উপজেলার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আনসার ভিডিপি’র ইউনিয়ন দলপতি,দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার,কোম্পানি কমান্ডার এবং ভিডিপি সদস্যরা অংশ নেয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,রাঙামাটি জেলা আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে,ঠিক তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় তিনি সেবার মানসিকতায় আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ওসি মো.জসীম উদ্দীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন।স্বাগত বক্তব্য রাখেন,কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব। পরে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করা হয়।