॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ এবং ১টি তে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের ৩ ইউপির ৪নং কাপ্তাই ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগগা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী চিরঞ্জিত তনচংগা এবং ২নং রাইখালী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মংক্য মারমা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ পেয়েছেন ৫৬৪১ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মহিউদ্দিন পাটোয়ারী বাদল পেয়েছেন ৮১৩ ভোট। ২নং রাইখালী ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা পেয়েছেন ৬২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী এনামুল হক পেয়েছেন ১৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল) পেয়েছেন ১৪১৫ ভোট।
৫নং ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরঞ্জিত তনচংগ্যা। তাঁর প্রাপ্ত ভোট ৩৮২৬ ভোট। নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা পেয়েছেন ১৫৪৭ ভোট। কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার বৃহস্পতিবার সন্ধায় উপজেলা পরিষদ নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কেন্দ্রের ফলাফল প্রকাশ করে এই তথ্য জানান।