কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা

346

|| কাপ্তাই প্রতিনিধি ||

করোনা সংক্রমণের উদ্ধর্মুখী হার ঠেকাতে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। মানুষকে ঘরে রাখতে এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বুধবার সকাল ১০.৩০ টা হতে ১২.৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি, কেপিএম, কলাবাগান এবং মিশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় দন্ডবিধি ১৮৮ ধারায় ৪টি মামলায় ৪’শ টাকা, সড়ক পরিবহন আইনে ২টি মামলায় ৭শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মামলায় ১হাজার টাকাসহ সর্বমোট ৭টি মামলায় ২ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম, বড়ইছড়ি ওয়াগ্গা বাজারের বাজার চৌধুরী মোঃ রিয়াদুল আলম রনি ও কাপ্তাই থানার পুলিশ সদস্য, আনসার সদস্য ও বিজিবি সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।