॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপন উপলক্ষে সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা সম্প্রসারিত মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। এসময় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এবং কলেজের উপাধ্যাক্ষ জাহাঙ্গির আলম, উপজেলা স্কাউটসের সা. সম্পাদক মাহাবুব হাসান বাবুসহ আরও অনেকে।
বিজ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসমূহ প্রদর্শণ করে। পরে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলোর মধ্যে সেরা প্রকল্পে বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।