|| কাপ্তাই প্রতিনিধি ||
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় একদিনে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার রাঙামাটি পিসিআর ল্যাবে পাঠানো ৮৫ টি নমুনায় এই ৪৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
এদিকে নতুন শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা ও একটি বাহিনীর সদস্যরা রয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি নতুন শনাক্ত হওয়া ৪৬ জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিন দিন কাপ্তাইয়ে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান।
উল্লেখ্য কাপ্তাইয়ে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৪৮০ জন, মোট সুস্থ ৩২৫ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।