সম্প্রতি পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির মুরালী পাড়া, চন্দ্রঘোনা ইউপির মিতিঙ্গাছড়ি এবং রেশম বাগান এলাকায় আহত ও নিহত হওয়া পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তারা। এছাড়াও উপজেলার কৃষি বিভাগের চিৎমরম ইউপির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এই ক্যাডারের চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা এবং ৩৫তম কৃষি ক্যাডারের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক শাহাদাত হোসেনের উপস্থিতিতে নিহত ১৯ পরিবারের সদস্যদের মাঝে ২৫০০ টাকা এবং আহত ১৩ পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা প্রদান করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইকবাল হোসেন, চিৎমরম ইউপি সদস্য নিংসাই মারমা উপস্থিত ছিলেন।