কাপ্তাইয়ে চাঁদের গাড়ির ধাক্কায় নিহত ১

556

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে চাঁদের গাড়ির ধাক্কায় মো. সুমন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালক মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই ইউনিয়নের ফুলতলি এলাকার মো. নুরুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সুমন ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে চন্দ্রঘোনা ফেরিতে উঠার সময় পেছন থেকে একটি চাঁদের গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে সে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধাক্কা দেয়া ওই চাঁদের গাড়ি চালক পলাতক রয়েছে।