কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

347

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা সমবায় অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিকে ঘিরে উপজেলা চত্তরে শনিবার (৭ই নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। কাপ্তাই ট্রাক মালিক বহুমূখি সমবায় সমিতির সচিব নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সভাপতি স্বপন বড়ুয়া প্রমূখ।

সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন, রাইখালী সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি থোয়াইচাপ্রু চৌধুরী রুবেল সহ আরও অনেকে।